ভাঙড়ে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। গতকাল, মঙ্গলবার রাতে ভাঙড়ে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের প্রার্থী হাতেম মোল্লা। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন হাতেম মোল্লা। যদিও তিনি ভোটে হেরে যান।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে হাতেম মোল্লাকে লক্ষ্য করে গুলি চলানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জখম হাতেম মোল্লাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে।
হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে আইএসএফ। পুলিশ তদন্ত শুরু করেছে।








































































































































