নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে একসময় সরব হয়েছিলেন। সেই বিখ্যাত আইনজীবীকেই দেখা গেল অন্যরূপে। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে আদালতে সওয়াল করলেন তিনি। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিখ্যাত আইনজীবী রাজীব মোহন, প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর হয়ে আদালতে সওয়াল করায় অনেকেই স্তম্ভিত।
g class=”aligncenter size-full wp-image-582700″ src=”https://bbs.rndsolutions.in/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-04-at-07.55.01-1.jpeg” alt=”” width=”400″ height=”334″ />
আরও পড়ুন:গণধ*র্ষণের পর যৌ*নাঙ্গে লোহার রড, যোগী রাজ্যে ফিরল নির্ভয়াকাণ্ডের অভিশপ্ত স্মৃতি
প্রসঙ্গত, ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পাশাপাশি বহু প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছে রাজীবকে। কিন্তু এবার মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের হয়ে মামলা লড়ছেন তিনি। এই ভূমিকায় রাজীবকে দেখে বহু চর্চিত হয়েছেন তিনি। যদিও আইনজীবীদের মতে পেশাদার আইনজীবী হিসেবে এই কাজ অস্বাভাবিক নয় । প্রসঙ্গত, মঙ্গলবার ব্রিজভূষণের হয়ে রাজীবের সওয়ালের পরেই অন্তর্বর্তী জামিন পান কুস্তি ফেডারেশনের প্রাক্তন কর্তা। যদিও এই মামলায় জামিনের আর্জির বিষয়টি নিয়ে ফের শুনানি হবে বৃহস্পতিবার।
২০২০ সালের মার্চ মাসে নির্ভয়াকাণ্ডে অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানায় গোটা দেশ। আইনজীবী রাজীবই দোষীদের ফাঁসীর সাজার দাবি জানিয়েছিলেন। আদালত দোষীদের ফাঁসির সাজাও শুনিয়েছিল। এরপর থেকেই রাজীব ছিলেন সংবাদের শিরোনামে। কিন্তু তিনিই আবার একাধিক মহিলা ক্রীড়াবিদকে যৌন হেনস্থার অভিযোগ অভিযুক্ত ব্রিজভূষণকে নির্দোষ প্রমাণ করতে ময়দানে নামলেন।যে ব্রিজভূষণকে সাঁজার প্রতিবাদে ময়দানে নেমেছে গোটা দেশ, তাঁর হয়েই আদালতে কেন সওয়াল করছেন রাজীব? এই প্রশ্ন তুলে ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আইনজীবী রাজীব।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.