নাকা চেকিং করার সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হুগলি (Hooghli) জেলার গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ (Police Super Aman Dip) জানান, অভিযুক্তরা বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।।
আরও পড়ুন:একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে চণ্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাঁদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কথার অসঙ্গতি হওয়ায় গাড়ি তল্লাশি করে তাঁদের কাছ থেকে নগদ ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তখনই সন্দেহভাজন দুজনকে মোটরবাইক সমেত আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সামি উল্লা।
পুলিশ জানিয়েছে, টাকার সঠিক উৎস অভিযুক্তরা জানাতে পারেননি। এতগুলো টাকা নগদে তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তার কোনও সঠিক তথ্য তাঁরা দিতে পারেননি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.