শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির তারকেশ্বর (Tarkeswar)। শৈবতীর্থে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শিবের মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে মানুষ তারকেশ্বরে (Tarkeswar ) যান। কেউ পায়ে হেঁটে ,কেউ গাড়িতে, কেউবা আবার ট্রেনে করে পৌঁছে যান তীর্থক্ষেত্রে। হিন্দি পঞ্জিকা মতে সারা ভারতে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবন মাস (Sraban Month)। হিন্দি বর্ষপঞ্জিকা অনুসারে শ্রাবণ হল পঞ্চম মাস।১৭ জুলাই হিন্দি ক্যালেন্ডার অনুসারে শ্রাবনের দ্বিতীয় সোমবার হলেও বাঙালিরা শ্রাবণ মাস (Sraban Month) পড়লেই বাংলার বিভিন্ন শৈবতীর্থে তীর্থ করতে যান। উপচে পড়া ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল (Eastern Rail)। শ্রাবনী মেলা উপলক্ষে তারকেশ্বর-হাওড়া (Tarkeswsr Howrah) শাখায় ৬ জোড়া নতুন ট্রেন।
শ্রাবন মাস মানেই শিব ভক্তদের মনে তারকেশ্বরে শ্রাবণী মেলা। শ্রাবনী মেলায় প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে উপচে পড়ে তারকেশ্বর (Tarkeswar)। ভক্তরা ট্রেনে, বাসে, শেওড়াফুলি (Seoraphuli )থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢেলে তারপর ট্রেনে এবং বাসে তাঁদের নিজেদের গন্তব্যে ফিরে যান।
লক্ষ লক্ষ ভক্তের গন্তব্যে ফিরে যেতে যাতে না সমস্যা হয় সে কথা মাথায় রেখে এবছর তীর্থযাত্রীদের সহায়তায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল। তারকেশ্বর স্টেশনে পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।রেলের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অতিরিক্ত টিকিটের ১২টি কাউন্টার এবং ৪টি এটিভিএম চালু করা হয়েছে। তারকেশ্বরের সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া বিভাগ অতিরিক্ত ছয় ৬ জোড়া EMU স্পেশাল চালাবে যা তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার-সহ সবদিন হাওড়া-তারকেশ্বর বিভাগে চলবে।ট্রেনগুলি হাওড়া থেকে যথাক্রমে ভোর ০৪.০৫ এবং বেলা ১২.৫০ মিনিটে ছেড়ে যাবে এবং তারকেশ্বর থেকে স্পেশাল ট্রেনগুলি যথাক্রমে বেলা ১০.৫৫ এবং রাত্রি ০৯.১৭ মিনিটে তারকেশ্বর ছেড়ে যাবে। শেওড়াফুলি থেকে ভক্তরা তারকেশ্বরে ঢালার জন্য গঙ্গাজল নিয়ে যান। পূর্ব রেল শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশালটি সকাল ০৬.৫৫, ০৯.২০, বিকেল ৪.২০ এবং রাত্রি ৭.৪০ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়বে। বিপরীত দিকে, তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ৫.৫৫, ৮.১০, দুপুর ২.৫০ এবং সন্ধে ৬.৪০ মিনিটে।