অভিষেক টেস্টেই শতরান। ১৭১ রান করে ম্যাচের সেরা তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী। করেন ১৭১ রান। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমীকে। যার মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যশস্বীর খেলা মনে ধরেছে মহারাজেরও। প্রশংসায় মাতলেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, বিশ্বকাপের দলে যশস্বীকে দেখতে চান তিনি।

এশিয়ান গেমসে ভারতীয় দলে রয়েছেন যশস্বী। যার ফলে বোঝাই যাচ্ছে একদিনের বিশ্বকাপের দলে না ও থাকতে পারেন ভারতের তরুণ তুর্কি। কারণ এশিয়ান গেমসের ফাইনালের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ রয়েছে ভারতের। তবুও বিশ্বকাপের দলে যশস্বীকে চাইছেন মহারাজ।
এই নিয়ে এক সাক্ষাৎকার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত। ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই টেস্ট অভিষেকে শতরান করেন যশস্বী। যা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বলেন, “যেকোনও শতরানই তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচে শতরান করার অনুভূতি অন্যরকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।”
আরও পড়ুন:মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় মন্তব্য রোনাল্ডোর, কী বললেন CR7
















































































































































