বেঙ্গালুরুতে আজ দ্বিতীয় দিনের বিরোধী মহাজোটের বৈঠক চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায় এই বৈঠক নিয়ে বলেন, “বিরোধীদের একজোট হওয়ার এই ছবি দেখে ওদের (বিজেপি) কী অবস্থা হচ্ছে সকলে বুঝতেই পারছেন। ঘাবড়ে গিয়েছে ওরা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বৈঠককে কটাক্ষ করা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরা সবাই একসাথে আছি। এই ছবিতেই দেখা যাচ্ছে সেটা। আর এই ছবি দেখে ওদের কী প্রতিক্রিয়া হচ্ছে দেখো! ওরা উদ্বিগ্ন।”

এদিন মণিপুর ইস্যুতেও কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আগুন জ্বলছে, আর ওরা বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। গত দশ বছর ধরে দেশকে শাসন করার সুযোগ পেয়েছেন মোদি। কিন্তু সবদিক থেকেই তিনি ব্যর্থ। তিনি শুধু ঘৃণার রাজনীতি ছড়িয়েছেন। দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত।”
উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল দিল্লিতে এনডিএ বৈঠক। বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠকের দিনই দিল্লিতে পালটা বৈঠক এনডিএ’র। আজ বিজেপির ডাকে আলোচনার টেবিলে বসবে ৩৮টি দল। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকে উপস্থিত থাকার জন্য এই ৩৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন।















































































































































