Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) কলকাতা লিগে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে। নৈহাটি স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।

২) শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোরের। রাঠোর বিশ্বাস করেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ভারতীয় দলের হয়ে তিন ফর্ম‍্যাটে দীর্ঘস্থায়ী কেরিয়ারের সম্ভাবনা রয়েছে।

৩) আসন্ন আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, আয়ারল্যান্ড সফরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হবে। শুধু তাই নয়, দ্রাবিড়ের সহকারীদেরও আয়ারল্যান্ড সফরে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

৪) দলবদলের বাজারে বড় চমক দিল ওড়িশা এফসি। সার্জিও লোবেরাকে কোচ করে আগেই চমক দিয়েছিল সুপার কাপ চ্যাম্পিয়ন দলটি। সোমবার মোহনবাগান, বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন তারকা স্ট্রাইকার ফিজির রয় কৃষ্ণকে সই করিয়ে নিল ওড়িশা।

৫) অবশেষে হল প্রতিক্ষার অবসান। ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ হল লিওনেল মেসির। ভারতীয় সময় সোমবার ভোরে আর্জেন্তাইন সুপারস্টারকে সমর্থকদের সামনে আনলেন মায়ামি কর্তৃপক্ষ। হল মেসি বরণ।

আরও পড়ুন:শুভমন-যশস্বীকে নিয়ে বিরাট পরিকল্পনা টিম ইন্ডিয়ার, জানালেন দলের ব‍্যাটিং কোচ