তিনবছরের শিশুর ছোঁড়া বন্দু.কের গু.লিতে মৃ.ত্যু ১ বছরের শিশুর

0
2

বয়স মাত্র তিন বছর। আর এই বয়সেই হাতে বন্দুক নিয়ে গুলি করে খুন করল তার নিজের বোনকে! যার বয়স মাত্র এক বছর। ক্যালিফোর্নিয়ায় ছোট্ট শিশুর এহেন আচরণে স্তম্ভিত মার্কিন মুলুক।

আরও পড়ুনঃএশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে লক্ষণ: সূত্র

ঘটনাটি ঘটেছে আমেরিকার সান দিয়েগোর ফলব্রুকে। পুলিশ সূত্রে খবর, ‘ভুল করে’ হ্যান্ডগান থেকে গুলি চালিয়ে ফেলে তিন বছরের শিশু। গুলিবিদ্ধ হয়ে জখম গেয়ে পড়ে তারই বোন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় থেকে পুলিশ। আহত শিশুকে স্থানীয় পালোমার হাসপাতালে নিয়ে পৌঁছলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত হলে ঘোষণা করেন।


যদিও এই ঘটনায় ফের শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। কী করে হ্যান্ডগান সামনে পেল তিন বছরেরে ওই শিশুটি? তা খতিয়ে দেখছে পুলিশ। মার্কিন মুলুকে স্কুল, কলেজে বন্দুকবাজের হানায় ইতিমধ্যেই প্রাণ গেছে বহু পড়ুয়ার। তবে এত ছোট শিশুর হাতে বন্দুকের গুলি, একেবারেই নতুন ঘটনা।