দিনহাটায় গু.লি! আ.হত ১১ বছরের নাবালক

0
1

রবিবার রাতে ফের কোচবিহারের দিনহাটায় চলল গুলি।মাত্র ১১ বছরের এক নাবালকের পেটে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জের আটিয়াবাজারে। রাতের অন্ধকারে কে এই নাবালককে লক্ষ্য করে গুলি করল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:কনেযাত্রী ৫ জন বেশি কেন? বেধড়ক মা.র কনের আত্মীয়দের, আক্রা.ন্ত নববধূও

জানা গেছে, রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরেই মাদ্রাসার কাছে বাজারে গিয়েছিল ছেলেটি। সেখানেই তাকে গুলি করা হয়। বাড়িতে মা খবর পেয়ে ছুটে যান ছেলের কাছে। তিনি জানান, কে বা কারা ছেলেকে গুলি করেছে তা বুঝতে পারছেন না। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সন্দেহ, ছেলেটির বাবা মাহবুব আলম এই কাজে যুক্ত। সেই গুলি করেছে তার নিজের ছেলেকেই। তার বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে।তবে কেন গুলি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এদিন গুলিবিদ্ধ শিশুটিকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পিছনের দিকে থেকে গুলি শিশুটির পেট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সে।