লাটাগুড়িতে বেসরকারি রিসোর্টে ঢুকল দলছুট দাতাল! উল্টে দিল পর্যটকের গাড়ি

0
3

বেসরকারি রিসোর্টে ঢুকে পড়ল দলছুট দাতাল!দাতালের তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসোর্ট। রিসোর্টের বেশ কিছু গাছ নষ্ট করেছে হাতিটি। তবে এবার আর কাউকে হামলা নয়, রিসোর্টে দাঁড় করানো একটি গাড়িকে পুরোপুরি উল্টে দেয় হাতিটি। রবিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত পর্যটকরা।

আরও পড়ুন:নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্রবিরোধী! বঙ্গ বিজেপির ১৮০° উল্টো পথে দিলীপ

এর আগেও লোকালয়ে হাতি ঢুকে তছনছ করে যাওয়ার খবর পাওয়া গেছে। কখনও খাবার খেয়ে যাওয়া, কখনও গাছ নষ্ট করা বা কাউকে তাড়া তারার কীটনাশক নতুন নয়। কিন্তু এই প্রথমবার দাড়িয়ে থাকা কোনও গাড়িকে উল্টে দিল হাতি।বেসরকারি রিসোর্টে এধরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে পর্যটকদের।
এই সময়টায় কাঁঠাল খেতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতির দল।পাকা কাঁঠালের গন্ধে লোকালয়ে এসে কাঁঠাল খেয়ে ফের আবার জঙ্গলে চলে যায়।এবারও ঠিক তেমন ঘটনাও ঘটেছে। তবে রাতের বেলা গাড়ি রিসোর্টের ভেতরে দাঁড় করানো থাকায় সেটির দিকে ধেয়ে যায় দাতালটি। এই ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি।

রবিবার রাতে একটি বেসরকারি রিসোর্টে ঢোকে হাতিটি। প্রথমে বেশ কিছু গাছ নষ্ট করে। পরে কাঁঠাল গাছে থাকা একের পর এক কাঁঠাল সাবার করে। তারপরই হঠাৎ রিসর্টে থাকা গাড়িটির দিকে তেড়ে যায় এবং গাড়িটিকে শুড় দিয়ে ধাক্কা মেরে উলটে দেয়। এর আগে এমন ঘটনা চাক্ষুষ করেননি লাটাগুড়ির বাসিন্দারাও বলে জানান রিসোর্টের মালিক তথা লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান। তিনি জানান, রবিবার রাতে ওই রিসোর্ট থেকে তাণ্ডব চালানোর পর আশেপাশের বিভিন্ন বাড়িতে হানা দেয় হাতিটি। ওই বাড়ি গুলি থেকে কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে চলে যায় হাতিটি।