খাস কলকাতায় অর্টি.জম আক্রান্তকে নাচতে চাপ! অস্বীকার করায় মা.র

0
3

খাস কলকতায় অমানবিক ঘটনা। অর্টিজম আক্রান্ত এক তরুণকে নাচতে বলে একদল যুবক। তাতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়।

আরও পড়ুন:সোমের সকাল থেকেই কখনও মেঘ কখনও বৃষ্টি, পিছু ছাড়ছে না গরম

অর্টিজম আক্রান্ত ওই তরুণের অভিযোগ, চেতলার সার্দান অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি।রাসবিহারীর কাছে তাঁর পথ আটকায় চার তরুণ। তাঁকে নাচতে বলে ওই চারজন। আপত্তি করলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এরপর বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ এবং তাঁর মাকে সব জানান। অভিযোগ দায়ের করা হয় টালিগঞ্জ থানায়। মারধরের জেরে মাথায় চোট পান তরুণ। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয়।

ওই তরুণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, সোমবার সকালে নিগৃহীতের বাড়িতে যান টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।