রবির আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি! জেলায় জেলায় বৃষ্টি

0
1

শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা সহ গাঙ্গেয় উপত্যকা। কখনও ঝিরঝিরে কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেও মুখভার আকাশের। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় রবিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মূলত উপকূলের দিকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃঅনন্ত,উপেন্দ্র নাকি নগেন্দ্র? রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম নিয়ে বিভ্রাট

দক্ষিণবঙ্গে আজ মেঘ-বৃষ্টির খেলা চললেও ভাসছে উত্তরবঙ্গ।হাওয়া অফিসের তরফে খবর, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির জলে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। এর জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।