রোহিতের মিথ‍্যে ধরিয়ে দিলেন স্ত্রী রিতিকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

0
2

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দুই ম‍্যাচের টেস্ট সিরিজের ১-০ এগিয়ে রোহিত শর্মারা। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের চর্চায় ভারত অধিনায়ক। গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রোহিত। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল ক্যাজুয়াল আউটফিটে  সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রোহিত। সেই ছবিতে তিনি ক্যাপশনে লেখেন, ‘বাজিগর’ ছবির জনপ্রিয় সংলাপ,”আনারকলির ফোন ছিল, আইসক্রিম খাওয়ার প্রয়োজন ছিল।” তবে এই ছবি লাইমলাইট কেড়ে নেন রোহিতের স্ত্রী রিতিকা। তিনি কমেন্টে লেখেন, “কিন্তু তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে তখন, জিজ্ঞাসা করছিলে কফি মেশিন ঠিক আছে কিনা!” আর এর পরই ভাইরাল হয় পোস্ট। মন কাড়ে নেটিজেনদের।

২০১৫ সালে রোহিত সাতপাকে বাঁধা পড়েছিলেন রিতিকার সঙ্গে। তাদের একটি কন‍্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন:লজ্জার নজির, বাংলাদেশের কাছে ৪০ রানে হার হরমনপ্রীতদের