নয়া পদক্ষেপ রাজ্যের, এবার পঞ্চায়েতের সম্পত্তি করও মেটানো যাবে অনলাইনে

0
1

গ্রাম বাংলার ভোট মিটে যেতেই গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কর জমা করতে আর ছুটে যেতে হবে না গ্রাম পঞ্চায়েতের অফিসে। পুরসভার মত এবার থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনেই সম্পত্তিকর মেটাতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থাকলে অনলাইনে সম্পত্তিকর জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয় এখন সব জেলায় ভোট গঠনজনিত প্রক্রিয়া চলছে। তাই আপাতত শিলিগুড়ি মহাকুমা পরিষদ এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হচ্ছে। সব ঠিক থাকলে পুজোর আগেই গোটা রাজ্যে এই পরিষেবা চালু হয়ে যাবে।

রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে এক যোগে শুরু হবে এই সুবিধা। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রাথমিক কাজ সেরে ফেলেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। এতদিন শুধুমাত্র পুরসভা এলাকায় এই সুবিধা মিলত। অনেক মানুষ আছেন, যাঁদের পৈতৃক বাড়ি গ্রামে। তাঁরা কর্মসূত্রে কলকাতায় বা রাজ্যের বাইরে থাকেন। এই পরিষেবা চালু হলে তাঁদের আর কর জমা দিতে গ্রামে ছুটে যেতে হবে না। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে পাহাড়প্রমাণ বকেয়া পড়ে থাকার সমস্যাও কমবে।

আরও পড়ুন- মহাজোটের মেগা বৈঠকে যোগ দিতে সোমে বেঙ্গালুরু পাড়ি মমতা-অভিষেকের