আবার সু.নামি? ভয়া.বহ ভূমি.কম্পে কেঁপে উঠল আলাস্কা!

0
2

আমেরিকার আলাস্কা (Alaska) উপদ্বীপ অঞ্চলে ভয়ংকর ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) তরফে ভূমিকম্পের পর সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর ,আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র বলছে ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ৯.৩ কিলোমিটার গভীরে। আপাতত বেশ কয়েকবার আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।