লজ্জার নজির, বাংলাদেশের কাছে ৪০ রানে হার হরমনপ্রীতদের 

0
1

পচা শামুকে পা কাটল ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ৪০ রানে হারল হরমনপ্রীত কৌরের দল। একদিনের ক্রিকেটে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা বাংলাদেশের মারুফা আখতার। এই হারের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫২ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। ২৭ রান করেন ফরগানা হক। ১৬ রান করেন সুলতানা খাতুন। ভারতের হয়ে চার উইকেট নেন আমনজত কৌর। দুটি উইকেট নেন দেবিকা বৈদ‍্য। একটি উইকেট নেন দীপ্তি শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ব‍্যাট হাতে ব‍্যর্থ স্মৃতি মান্ধনা, হরমনপ্রীত কৌররা। ১১ রান করেন স্মৃতি। যস্তিকা ভাটিয়া করেন ১৫ রান। ৫ রান করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ২০ রান করেন দীপ্তি শর্মা। বাংলাদেশের হয়ে চার উইকেট নেন মারুফা আখতার। তিন উইকেট নেন রাবেয়া খান। দুটি করে উইকেট নেন নহিদা আখতার এবং শুলতানা খাতুন। এদিন বৃষ্টির কারণে ৪৪ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ানো ম্যাচে ৪০ রানে হারল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ