মোমো খাওয়ার বাজি ধরে প্রা*ণ গেল ২৫ বছরের যুবকের! মৃ*ত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

0
1

বাজি ধরেছিলেন মোমো খাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল ! বেঘোরে এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কারণ কী ? তা নিয়ে ধন্দে পুলিশ। ২৫ বছরের যুবক নিজেও ভাবেননি এমনটা হতে পারে।

মোমো খাওয়ার বাজি ধরেছিলেন বন্ধুদের সঙ্গে। কে কটা মোমো খেতে পারে! সেই খেলার এমন মর্মান্তিক পরিণতি । বৃহস্পতিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউড়ে উঠেছে গোটা দেশ।

বিহারের গোপালগঞ্জের বাসিন্দা বিপিন কুমার পাসওয়ান। বন্ধুদের সঙ্গে মোমো খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। শুরুটা  ঠিকই ছিল। বেশ মজা করেই পরপর মোমো খাচ্ছিলেন। খেতে খেতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সেই যুবক।
আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সব বন্ধুরাই।সঙ্গে সঙ্গে বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রায় ১৫০টি মোমো খেয়েছিলেন সেই যুবক। কিন্তু শুধুমাত্র এতগুলি মোমো খাওয়ার জন্য কারও মৃত্যু হতে পারে? এ কথা মানতে চাইছে না তার পরিবার-পরিজনরা।

মৃতের বাবার অভিযোগ, প্রতিযোগিতার নাম করে ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধুরাই তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। যদিও মৃতের পরিবার থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিল, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।

এই মৃত্যুতে প্রশ্ন উঠেছে সত্যি কি এই মৃত্যু স্বাভাবিক? নাকি পূর্ব পরিকল্পিত? প্রতিযোগিতার অছিলায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো এক তরতাজা যুবককে! কিন্তু কেন? নেপথ্যে কি? সেই উত্তরই এখন খুঁজছে বিহার পুলিশ। আর সেই তদন্তের অগ্রগতির একমাত্র ভরসা ময়নাতদন্তের রিপোর্ট।