অভিষেক টেস্টেই ১৭১ রান। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে নজর কেড়েছেন অভিষেক হওয়া যশস্বী জসওয়াল। ২০০ রানের মাইলফলক ছোঁয়ার সামনে ছিলেন যশস্বী। তবে ২৯ রান দূরে থাকতেই থামতে হয় তাকে। অভিষেক টেস্টে যশস্বীর ইনিংস শেষ হল ১৭১ রানে। এই রানের সুবাদে ম্যাচের সেরাও হলেন তিনি। আর সেরা হয়ে দলের অধিনায়ক এবং নির্বাচকদের ধন্যবাদ জানালেন তিনি।
ম্যাচের সেরা হয়ে যশস্বী বলেন,” নির্বাচকদের ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। রোহিত ভাইকে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমি এই দিনটার জন্যই পরিশ্রম করছিলাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে পরিশ্রম করে গিয়েছি। নিজের লক্ষ্য স্থির রেখেছিলাম। আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আমি দ্রাবিড় স্যারের সঙ্গে অনেক কথা বলেছি এবং তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন। রোহিত ভাই, বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলি। আমি প্রতিদিন শিখি ওদের থেকে। প্রতি ম্যাচে ভালো করাই লক্ষ্য আমার।”
এরপরই যশস্বী আরও বলেন,” দেশের হয়ে টেস্ট খেলা আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত। ছোটবেলা থেকেই এই দিনটার স্বপ্ন দেখতাম। এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগের। তবে এটা সবে শুরু। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেক মানুষ রয়েছেন। তাঁদের সকলকে ধন্যবাদ। আমি এখন শিখছি।”
আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের, ম্যাচের সেরা যশস্বী