নিয়োগ মাম.লায় ধৃ.ত জীবনকৃষ্ণ সাহার বিরু.দ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ!

0
7

এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha)। গত ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই(CBI)। এবার ৮৭ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Charge Sheet) পেশ করা হলো আদালতে।

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণের দু’টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষায় তথ্য এবং ছবি উদ্ধার করা গিয়েছে বলে সিবিআই আগেই জানিয়েছিল। সেই মতো তদন্ত এগিয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। জীবনকৃষ্ণ মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলেই চার্জশিটে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নবম এবং দশমের নিয়োগ মামলার তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন জেলায় এজেন্ট মারফত চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। সেই তদন্তে উঠে আসে জীবনকৃষ্ণের নাম। মুর্শিদাবাদ এবং বীরভূমে চাকরি কিনা বেচার সঙ্গে জড়িত ছিলেন জীবনকৃষ্ণ , এমনটাই মত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার।