মোদি পদবি মামলা: সাজা থেকে রেহাই পেতে শীর্ষ আদালতে রাহুল

0
1

সুরাট আদালতে(Surat Court) ধাক্কা খাওয়ার পর কংগ্রেস(Congress) সূত্রে জানা যাচ্ছিল, মোদি পদবী মামলায় এবার হয়ত শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হবেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেই সম্ভাবনাকে সত্যি করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শীর্ষ আদালতের তরফে এবার এই মামলায় কি নির্দেশ দেয় সেদিকেই নজর দেশবাসীর।

গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ‘অপরাধমূলক মানহানির’ মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে দায়রা আদালত এবং গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল। যদিও রায় যায় রাহুলের বিপক্ষেই। মোদি পদবী মামলায় সাজা এড়াতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। তবে ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন। এরপর দায়রা আদালত ও গুজরাট হাইকোর্টবহাল রাখে সেই রায়। অবশেষে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রাহুল।