প্রস.বের পর পাঁচ প্রসূতির কিড.নি বিকল! উদ্যোগ নিয়ে চিকিৎসার ব্যবস্থা মেয়রের

0
1

সন্তান প্রসব করতে গিয়ে কিডনি বিকল! একজন নয়, এমন পরিণতি হল একসঙ্গে পাঁচজন প্রসূতির৷ কলকাতা পুরসভার মাতৃসদনের ঘটনা৷ রোগীর পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেস্থিশিয়ার মাত্রা বেশি হয়ে যাওয়ার কারণেই পাঁচজন প্রসূতির কিডনি বিকল হয়ে গিয়েছে৷ প্রত্যেকেরই দুটি করে কিডনি বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ৷ গত ১০ জুন খিদিরপুর মেটারনিটি হোমে এই পাঁচজন প্রসূতিই সন্তানের জন্ম দেন৷ এই ঘটনা জানার পর মহানাগরিক ফিরহাদ হাকিম রোগীদের পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সুবন্দোবস্ত করেছেন।

আরও পড়ুন- মিলবে খাস জমির মালিকানা সত্ত্ব! বিজ্ঞপ্তি জারি ভূমি দফতরের