Chandrayaan 3: চাঁদের মাটিতে অশোকস্তম্ভ আঁকবে রোভার ‘প্রজ্ঞান’!

0
1

আশা, আকাঙ্ক্ষা আর উৎকণ্ঠা নিয়ে ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে পৃথিবী ছেড়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদ মামার কাছে পৌঁছে যেতে ৪০ দিন সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ বা ২৪ অগাস্ট চাঁদের মাটিতে নামবে রোভার প্রজ্ঞান (Pragyan)। তৈরি হবে ইতিহাস আর চাঁদের মাটিতে আঁকা হবে অশোকস্তম্ভ এব‌ং ইসরোর (ISRO) প্রতীক। ১৪০ কোটি ভারতবাসী এখন সেই মুহূর্তের দিকেই তাকিয়ে রয়েছে।

চাঁদের মাটিতে শুধু বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান আর মাটি-পাথর সংগ্রহ নয়, এবার ভারতের নাম চাঁদের মাটিতে লিখে দেবে ইসরো (Indian Space Research Organisation)। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবারের অভিযানে নতুন করে কৌশল এবং প্রযুক্তিকে ঢেলে সাজিয়েছেন বিজ্ঞানীরা। উৎক্ষেপণের পর থেকেই ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত। আপাতত কোথাও কোনও সমস্যা নেই, পুরনো অরবিটার দিয়েই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ হবে। চন্দ্রপৃষ্ঠে পৌঁছে যাবার পর চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম থেকে সৌরচালিত রোভার প্রজ্ঞান বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে। চাঁদের মাটির চরিত্র, বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এর পাশাপাশি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে। যে মুহূর্তটা দেশবাসীর কাছে উজ্জ্বল হয়ে থাকতে চলেছে তাকে গোটা বিশ্বের কাছে স্মরণীয় করে রাখতে, ইসরো পরিকল্পনা করেছে যে প্রজ্ঞান যেসব অঞ্চলে চলাচল করবে সেখানকার চাঁদের জমিতে অশোকস্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকা হবে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে ইতিহাস তৈরি করতে প্রস্তুত চন্দ্রযান ৩।