Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
8

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের। মাত্র তিন দিনেই শেষ প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট অশ্বিনের। ম‍্যাচের সেরা যশস্বী জসওয়াল।

২) অবশেষে সব জল্পনার অবসান। পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্ট-এ সই করলেন সাহাল আব্দুল সামাদ। এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। বাগানে সই করে উচ্ছ্বসিত সাহাল।

৩) মোহনবাগান ছাড়লেন প্রীতম কোটাল। সরকারিভাবে একথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং প্রীতম নিজেই। গত মরশুমে প্রীতমের অধিনায়কত্বেই আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান।

৪) এশিয়ান গেমসের ট্রায়াল যেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে হয়, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ‍্যাম্পিয়নশিপে পদক জয়ী কয়েকজন মহিলা কুস্তিগির।

৫) ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। বিনেশের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম মানেননি তিনি। নিয়ম মেনে নাডাকে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি। সেই কারণেই বিনেশকে নোটিশ পাঠাল নাডা।

আরও পড়ুন:মায়ামিতে পৌঁছে শপিংমলে মেসি, ইন্টার মায়ামির অনুষ্ঠানে বিশেষ অতিথি শাকিরা