খোদ শুভেন্দুর জেলায় দলের জয়ী প্রার্থীদের তৃণমূলে যেতে বলছেন জেলা সভাপতি

0
1

খোদ বিরোধী দলনেতা জেলায় জয়ী দলীয় প্রার্থীদের তৃণমূলে (TMC) যোগ দিতে বলছেন স্বয়ং বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতি! যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ২২ জন বিজেপি সদস্যকে শাসক দলে যোগ দিতে বলা হয়েছে।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক নাকি বিজেপির জয়ী প্রার্থীদের তৃণমূলে চলে যেতে বলেছেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও নব্য-দলবদলু নেতাদের উপর অনাস্থা দেখিয়েই বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক দল ছাড়তে বলেছেন জয়ী প্রার্থীদের।

রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) স্বঘোষিত খাসতালুক। সেই জেলাতেই এমন অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায় দিকে দিকে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কেশাপাট এলাকায় যাঁরা বিজেপির নির্বাচিত প্রার্থী তাঁরা বিভিন্ন প্রলোভন ও দলবিরোধী কাজে যাঁরা লিপ্ত, তাঁদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে সামিল হয়েছেন।”