বিপ.দ সীমার উপরেই যমুনার জল, বৃষ্টি বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের!

0
2

দিল্লির (Delhi) দুর্যোগ আর দিল্লিবাসীর দুর্ভোগ কোনটাই যেন কাটছে না। মৌসম ভবন (IMD) জানিয়েছে আরও পাঁচ দিন বৃষ্টি বাড়ার (Rain forecast)আশঙ্কা রয়েছে রাজধানীতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সুপ্রিম কোর্ট , জল থৈথৈ দিল্লিতে পরিস্থিতি মোকাবিলায় সেনা নামাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।বর্তমানে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কাজ করছে ১৬টি এনডিআরএফ-এর (NDRF)টিম। কিন্তু যমুনার জলস্তর কমার কোনও লক্ষণই নেই।

একদিকে টানা বৃষ্টি অন্যদিকে হিমাচল প্রদেশ থেকে আসা জলে যমুনা উপচে পড়েছে। বৃহস্পতিবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল যমুনার জলস্তর।১৯৭৮ সালের পর এই চিত্র প্রথমবার দেখা গেল দিল্লির বুকে। বিপদসীমার থেকে তিন মিটার বেশি যমুনার জলস্তর। দিল্লির কমলা নগর, কালকাজি, পটেল নগর, শাস্ত্রী নগর, গোবিন্দপুরীর মতো একাধিক জায়গায় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার রাত ৮টার পরিসংখ্যান অনুযায়ী, বিপদসীমার ৩ মিটার ওপর দিয়ে বইছে যমুনা, যা ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

দিল্লির বন্যার বলি এখনও পর্যন্ত ৩। তিন শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে শুধু দিল্লি নয় , অবিরাম বৃষ্টি এবং ধসে উত্তর ভারতের একাধিক রাজ্যের অবস্থা শোচনীয়।