কন্যাসন্তান হওয়ার ‘অপ.রাধে’ দুদিনের নাতনিকে শ্বাসরো.ধ করে খু.ন!

0
2

কে বলবে সালটা ২০২৩, চাঁদের বুকে আস্তানা গড়তে ভারত রকেট পাঠাচ্ছে ঠিকই , কিন্তু শিক্ষার আলো এখনও দেশবাসীর একাংশের মনের অন্ধকার দূর করতে ব্যর্থ। তা না হলে শুধুমাত্র কন্যাসন্তান (Baby Girl) হয়ে জন্ম নেওয়ার অপরাধে, মাত্র ৪৮ ঘণ্টা বয়স যে শিশুর তার সঙ্গে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে? এই ঘটনাকে ঠিক কোন ভাষায় ব্যক্ত করা যাবে তা নিঃসন্দেহে ভাবার বিষয়। ৪৫ বছরের মহিলা চেয়েছিলেন তাঁর মেয়ের কোল আলো করে আসুক পুত্র সন্তান। কিন্তু যে শিশু ভূমিষ্ঠ হল তার পরিচয় সে কন্যা। ব্যাস, যেন আকাশ ভেঙে পড়ল মীনা (Meena) নামের ওই অভিযুক্ত মহিলার মাথায়। বেসরকারি হাসপাতালেই গলা টিপে সদ্যজাত নাতনীকে খুন করলেন তিনি। মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের (Uttarpradesh) বুলন্দশহরে (Bulandshahr)।

ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের জামাই দানিশ খান (Danish Khan)সিয়ানা থানার দ্বারস্থ হন। এরপরই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। দানিশের দাবি, তাঁর স্ত্রী আয়েশা মঙ্গলবার বেসরকারি হাসপাতালে (Private Hospital) কন্যাসন্তানের জন্ম দেন। পরের দিন অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে গিয়ে থেকে যান তাঁর শাশুড়ি ।শিশুকন্যাকে আইসিইউয়ের বাইরে নিয়ে যাওয়ার নাম করে গলা টিপে খুন করেন ওই মহিলা বলে অভিযোগ! সদ্যজাত কন্যার মৃত্যুতে মানসিক ট্রমায় আয়েশা। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।