স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ উচ্চশিক্ষা দফতরের

0
2

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে এই ভর্তির প্রক্রিয়া শুরু হবে।২০ সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা কলেজ স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করবে।

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে পড়ুয়াদের ভর্তি করার বিষয়ে নির্দেশিকা পাঠালো উচ্চশিক্ষা দফতর।স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফলাফল আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশ করতেই হবে। স্নাতকোত্তরে ৩ অক্টোবর থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে । অনলাইনে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে। ৮০ শতাংশ আসন তাঁদের জন্য সংরক্ষণ থাকবে।রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে ৯০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হবে।