কেয়ারটেকার সরকারের হাতেই পাকিস্তানের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।শুক্রবার তিনি বলেন, অগস্ট মাসেই দেশ চালানোর ভার দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। ২০১৮ তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। তবে গত বছর এপ্রিল মাসে ইমরানকে সরিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইমরান খান দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। সেই ধ্বংসস্তূপ থেকে মাত্র ১৫ মাসের মধ্যেই পাকিস্তানকে টেনে বের করতে পেরেছি আমরা।
প্রসঙ্গত,পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। আগামী ১৪ অগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে।সব ঠিকঠাক থাকলে অক্টোবর মাসে নির্বাচন হতে পারে পাকিস্তানে।এখন দেখার যে সেই নির্বাচনে ইমরান খানের দল আদৌ কোনও দাগ কাটতে পারে কিনা।








































































































































