বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সম*স্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

0
1

টালিগঞ্জ থেকে মায়ানগরীতে পাড়ি দেওয়া তারকাদের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নতুন সংযোজন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। অভিনেত্রীর কেরিয়ারে এটা ড্রিম ডেবিউ বটে। জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। কিন্তু হিন্দি ভাষা (Hindi Language)নিয়ে কিছুটা হলেও বিপাকে নায়িকা। ইতিমধ্যেই শুরু হয়েছে ভাষা শিক্ষা।

যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা আগেই নিজেদের জায়গা পাকা করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দুটি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন বলিউডে। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম তো আছেই। পোস্ত সিনেমার হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার রয়েছেন। বিপরীতে হ্যান্ডসাম নায়ক তনুজ ভিরওয়ানি। যদিও সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতারা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, হিন্দি ভাষা নিয়ে যাতে সমস্যা না হয় সেই কারণে রীতিমতো পড়াশোনা করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।