‘মিশন সফল হলেই চাঁদে বসবাস করা যাবে’: চন্দ্রযান-৩ নিয়ে আশায় বুক বাঁধছেন মোদি

0
5

তৃতীয় চন্দ্রযাত্রা নিয়ে এবার আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ তৃতীয় চন্দ্রযানকে (Chandrayaan3) নিয়ে মহাকাশে পাড়ি দেবে জিএসএলভি (GSLV) রকেট। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার মাহেন্দ্রক্ষণের আগে ইসরোর (ISRO) মহাকাশবিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে মোদি বলেন, এবারের মিশন সফল হলে চাঁদে বসবাস করার একটা জায়গা হবে। বাড়ি বানিয়ে থাকা যাবে চাঁদে। মোদি আরও জানান, এক সময় মনে করা হত চাঁদ নিষ্প্রাণ, রুক্ষ, থাকার অযোগ্য। কিন্তু চন্দ্রযান-১ মিশন দেখিয়ে দিয়েছে চাঁদ ভৌগোলিকভাবে অনেক সক্রিয়। চাঁদে জল থাকলেও থাকতে পারে। চাঁদের পিঠে বরফ থাকার সম্ভাবনা আছে।

ইসরোর তৃতীয় চন্দ্রযাত্রারও (Chandrayaan-3) লক্ষ্য চাঁদের আঁধার পিঠ অর্থাৎ দক্ষিণ মেরুতে অবতরণ। চাঁদের ওই পিঠে বরফ আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করবে ল্যান্ডার। পাশাপাশি, চাঁদের অবতরণ সফল হলে রেডিওঅ্যাস্ট্রনমির নতুন দিগন্ত খুলে যাবে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। তবে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তা এখনও জানাননি ইসরোর বিজ্ঞানীরা। এছাড়া চাঁদের মাটিকে বসত বাড়ি বানানোর ইচ্ছা তাঁদের আছে কিনা সে নিয়েও কিছু জানা যায়নি। আপাতত চাঁদে জলের অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করাই অন্যতম লক্ষ্য।

aa