টম্যাটো-তরজায় দাম্পত্যে চিড়! বাড়ি ছাড়লেন স্ত্রী

0
1

বাজারে সবজির আকাশছোঁয়া দাম। তার মধ্যে দৌড়ে প্রথম টম্যাটো, লঙ্কা, আদা। তবে, এই টম্যাটো (Tomato) যে দাম্পত্যের চিড় ধরাবে তা বোধ হয় কল্পনার বাইরে ছিল তাবড় সমাজবিদদের। দুটো টম্যাটোর জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। রাগ করে একেবারে বাড়ি ছেড়েছেন মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদল জেলায়।

সঞ্জীব বর্মন (Sanjeev Barman) নামে ওই ব্যক্তির একটি জলখাবারের দোকান রয়েছে। অভিযোগ, তিনি দোকানের রান্নায় দু-দুখানা টম্যাটো ব্যবহার করেছিলেন। তাও আবার স্ত্রীকে জিজ্ঞাসা না করে। এতে বেজায় চটেছিলেন বর্মন-গিন্নি। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যে শেষপর্যন্ত কন্যার হাত ধরে বাড়ি ছেড়েছেন তিনি। এবার মহা সমস্যায় পড়েছেন সঞ্জীব। প্রায় তিনদিন স্ত্রীর জন্য অপেক্ষা করে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে সঞ্জীব জানিয়েছেন. গত তিনদিন ধরে বউয়ের সঙ্গে কোনও কথা হয়নি। তাঁরা কোথায় আছেন তাও তিনি জানেন না। পুলিশ আধিকারিকরা অবশ্য সঞ্জীবকে আশ্বস্ত করেছেন. যত তাড়াতাড়ি সম্ভব পরিবারকে তাঁর কাছে ফিরিয়ে দেবেন তাঁরা। বর্তমানে টম্যাটোর দাম দেশের মধ্যবিত্ত পরিবারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তা থেকে দাম্পত্য অশান্তি, বিচ্ছেদ- এতটা বাড়াবাড়ি আগে শোনা যায়নি।