ভোটের ময়দানে হালে পানি পায়নি Left-Congress-ISF। বিধানসভার পরে পঞ্চায়েত ভোট। সেখানেও রামধনু জোটের ভরাডুবি। এখন হিংসা-সংঘর্ষ-কারচুপির অভিযোগ তুলে রাজনীতির ময়দান গরম করতে চাইছে বাম-কংগ্রেস-আইএসএফ। সেই কারণেই বৃহস্পতিবার বিকেলে লেনিন মূর্তির পদদেশ থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে তারা। নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, কণীনিকা ঘোষ বসু। কংগ্রেসের তরফ থেকে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কয়েকজন।

তবে তিনদল মিলেও রাজপথ ভরাতে পারেনি। উল্টে দিনের ব্যস্ত সময় জনবহুল রাস্তায় মিছিল করে পথচারীদের নাকাল করেছে বিরোধীরা। যেখানে বিচ্ছিন্ন কয়েকটি বুথ ছাড়া নির্বিঘ্নেই হয়েছে পঞ্চায়েত ভোট। এবং যেখানে অশান্তির খবর পাওয়া গিয়েছিল, সেখানে পুনর্নির্বাচনও হয়েছে। সেখানে ফল প্রকাশের পর অভিযোগ তোলা শুধুমাত্র ব্যর্থতা ঢাকার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।









































































































































