বড় সিদ্ধান্ত নিল আইসিসি। আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের সমান পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিন দক্ষিণ আফ্রিকার ডারবানে ছিল আইসিসির বার্ষিক সম্মেলন। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। নতুন নিয়ম অনুযায়ী, শুধু প্রতিযোগিতার পুরস্কার মূল্য নয়, ম্যাচ ফি-ও সমান দেওয়া হবে ছেলে এবং মেয়েদের দলকে।
এই নিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন,” ক্রিকেটের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। আমি খুশি ছেলে এবং মেয়েদের দল এখন থেকে আইসিসি প্রতিযোগিতায় সমান টাকা পাবে বলে। ২০১৭ সাল থেকে আমরা মেয়েদের প্রতিযোগিতায় আগের থেকে বেশি পুরস্কারমূল্য চালু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল এই পুরস্কারমূল্য সমান করার। এখন থেকে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।”
আইসিসির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি টুইট করে লেখেন, “একটি নতুন ভোরের সূচনা। সমতা ও ক্ষমতায়নের যুগ। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। বোর্ডের সব সদস্যদের ধন্যবাদ। আগামী দিনে একসঙ্গে কাজ করে এমন একটা জায়গায় ক্রিকেটকে পৌঁছে দেওয়া হবে, যা বাকিদের কাছে একটা নিদর্শন হয়ে থাকবে।”
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা করেছিল যে, ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে। এবার ছেলে-মেয়ের ভেদাভেদ তুলে দিল আইসিসি।
আরও পড়ুন:এবার আর্থিক দু.র্নীতির অভিযোগ উঠল ব্রিজভূষণের বিরুদ্ধে