ফের রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, এবার কোন বিশ্ববিদ্যালয়?

0
4

ফের বেনজির সিদ্ধান্ত। রাজ্যের মতামত না নিয়ে মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গৌতম মজুমদারকে ওই পদে নিয়োগ করা হয়েছে। এ বার তাঁকে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্য সরকার এবং রাজভবনের নতুন সংঘাতের আবহে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপাকে পড়েছিল ম্যাকাউটও। কিছু কিছু বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য পেয়েছে। তবে ম্যাকাউট বেশ কিছুদিন উপাচার্যহীন ছিল। ফলে সামগ্রিক পরিচালনা, বিভিন্ন পরীক্ষা ও সেগুলির ফল ঘোষণায় অসুবিধায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। ম্যাকাউটের অধীনে প্রায় ২০০ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তাদের প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা সম্পন্ন হলেও উপাচার্যের অভাবে ফল ঘোষণায় সমস্যা তৈরি হয়েছিল।