বৃষ্টিতে বি.পর্যস্ত উত্তরবঙ্গ, জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে!

0
1

টানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar)বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে শতাধিক বাড়ি তলিয়ে গেছে। বড় বিপর্যয়ের আশঙ্কায় এলাকার বাসিন্দারা, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি শোচনীয়। জলঢাকা নদীর জল এতটাই বেড়ে গিয়েছে যে, বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষণের জন্যই ডুয়ার্স ও আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কালজানি এবং তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করেছে হাওয়া অফিস। জলের তোড়ে ভেঙে গেছে ভুটানগামী বিবাড়ি সেতুর রাস্তা।

প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়গাঁর বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতি তৈরি হয়েছে।গোবরজ‍্যোতি নদীর সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার কারণে আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ আপাতত সম্পূর্ণ বন্ধ। জলপাইগুড়িতে কালচিনির মেচপাড়াতে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বায়ুসেনা। বৃহস্পতিবার বায়ুসেনার চপার আকাশপথে এলাকার হাল পরিদর্শন করে। ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি-সহ একাধিক এলাকায় হড়পা বান এসেছে। হাতিনালা নদীর জল ঢুকে প্লাবিত এস এম কলোনি, নেতাজি পাড়া, গয়েরকাটা-সহ একাধিক এলাকা। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি সব জায়গাতেই একই অবস্থা। অবিরাম বৃষ্টিতে মালদহ জেলার প্রধান দুই নদী গঙ্গা এবং ফুলহারে জল বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে সুখানি সেতু উপর দিয়ে জল বইছে। এর ফলে মনমোহন ধুরার সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।লাগাতার বৃষ্টি সিকিমেও। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।