দমদমের লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গ্রিন পার্ক এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময়ই এই হামলার ঘটনা ঘটে। খুন হওয়া ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। আগেও দমকলকর্মীর উপর হামলা হয়েছিল? কারণ নিয়ে ধোঁয়াশা।
তদন্তে নেমেছে পুলিশ।এদিন গ্রিন পার্ক সারদা পল্লিতে দমকল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরছিলেন তিনি।সেই সময় ঠিক বাড়ির সামনেই স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই দমকল কর্মীর উপরে এর আগেও হামলা হয়েছিল। দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে সেসময় গুলি করা হয়েছিল। সে যাত্রায় তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু বৃহস্পতিবার শেষ রক্ষা হল না। বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুলিশের কর্তারা। মেয়ের সামনেই এমন হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্নেহাশিস অস্থায়ী দমকল কর্মী ছিলেন। তিনি সিন্ডিকেট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। কি কারণে এই খুন , তা নিয়ে ধন্দে পুলিশ।তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতা এই খুনের নেপথ্যে থাকতে পারে।প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।








































































































































