শিক্ষকদের বদলি (Teacher Transfer) করতে দুর্নীতি করছে বিহারের (Bihar) মহাজোট সরকার। এই দাবিতেই বৃহস্পতিবার বিধানসভা (Assembly) অভিযান করে বিজেপি (BJP)। বৃহস্পতিবার এই অভিযান চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পাটনার ডাকবাংলা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসও ছোঁড়া হয় বিক্ষোভকারীদের দিকে। আর এদিন বিহার সরকারের (Bihar Govt) বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়েই প্রাণ হারালেন এক বিজেপি নেতা।

সূত্রের খবর, লাঠির আঘাতেই বিজয় কুমার সিং নামে ওই বিজেপি নেতার মৃত্যু হয়। এদিন বিহার পুলিশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বিজয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে মহাজোট সরকারের বিরুদ্ধে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপি কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতেই ব্যাপক লাঠিচার্জ করে বিহার পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়। এদিকে টুইটারে বিজেপি নেতার মৃত্যুর খবর জানান, রাজ্যসভার সাংসদ সুশীল মোদি (Sushil Modi)। এদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) টুইট করে বিহার সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি টুইটারে লেখেন, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা ঢাকতেই পাটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এদিকে, আগামী সপ্তাহে শিক্ষা বিভাগের সমস্ত কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছে বিহার শিক্ষা বিভাগ।













































































































































