রাজ্যসভা নির্বাচনেও ডামি প্রার্থী, বঙ্গ বিজেপির ‘অনন্ত’ ভরসা কি অন্তিমে!

0
3

রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হল বৃহস্পতিবার। বুধবারই তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা (Rajya Sabha) নির্বাচনের ৬জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে বিধানসভায়। BJP-র তরফ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল অনন্ত মহারাজের নাম। তা সত্ত্বেও এবার বিজেপির পক্ষ থেকে ডামি প্রার্থী পেশ করা হল। বৃহস্পতিবার, মনোনয়ন পেশের শেষ দিনে রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বসুকে (Rathindra Basu) ডামি হিসেবে দাঁড় করিয়ে মনোনয়ন জমা করায় দল। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, বাংলাভাগের ষড়যন্ত্রে নাম জড়ানো অনন্ত মহারাজকে মুখ করে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। সূত্রের খবর, এনিয়ে বিজেপির অন্দরেই একাংশ অনন্তুষ্ট।

বিজেপির তরফে বলা হচ্ছে, প্রার্থী নিয়ে যদি পরবর্তীতে কোনও সমস্যা তৈরি হয়, সেই কারণ রথীন্দ্র বসুকেও প্রার্থী করেছেন তাঁরা। ১৭ তারিখ মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন। সেদিন পর্যন্ত সব ঠিক থাকলে, ১৮ তারিখ অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ডামি প্রার্থী মনোনয়ন তুলে নেবেন। বিধানসভা সূত্রে খবর, বিজেপি ডামি প্রার্থী তুলে নিলে আর ভোট হবে না এবং সেদিনই সকলে শংসাপত্র পেয়ে যাবেন। তবে, বিজেপি ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে ভোটাভুটি হবে।