সাংসদ পদ হারিয়ে সরকারি বাংলো খালি করে মা সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) বাড়িতে উঠেছিলেন কংগ্রেস(Congress) নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে এবার মায়ের বাড়ি ছাড়তে চলেছেন রাহুল। জানা যাচ্ছে এবার তাঁর গন্তব্য হতে চলেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের(Shila Dikshit) ফ্ল্যাট। দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্ট বি২ অঞ্চলের এক ফ্ল্যাটে নয়া ঠিকানা হতে চলেছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই এই নয়া ফ্ল্যাটে উঠে আসবেন তিনি।

উল্লেখ্য, মোদি মন্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অপরাধ মূলক মানহানি-মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত (Surat Court)। যার জেরে সাংসদ পদ যায় কংগ্রেস নেতার। সুরাটের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। শাস্তি কমেনি, সাংসদ পদও ফেরেনি। ফলে রাহুলকে বাংলো খালি করতে হয়েছিল এপ্রিলে। এরপর ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়ে ওঠেন রাহুল। তবে এবার সেই বাড়ি ছেড়ে শীলা দীক্ষিতের ফ্ল্যাটে উঠছেন তিনি। ৩ শয্যাকক্ষবিশিষ্ট এই ফ্ল্যাটে ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন শীলা দীক্ষিত। পরে ফের তিনি এখানে উঠে আসেন ২০১৫ সালের পরে। এবার সেই ফ্ল্যাটেই বসবাস শুরু করবেন রাহুল।













































































































































