ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তিন নম্বরে গিল, অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের

0
1

গত এক বছরে ভারতের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম শুভমান গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ছাপিয়ে বারবার আলোচনায় তার নামটা এসেছে পারফরমেন্সের জন্য। এবার আরও এক বড় দায়িত্ব পড়েছে গিলের কাঁধে।যদিও জানা গিয়েছে, এই দায়িত্ব নাকি কোচের কাছ থেকে নিজেই চেয়ে নিয়েছেন গিল। কী সেই দায়িত্ব? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে এই ব্যাটসম্যানকে।১৬ টেস্টে ৩০ ইনিংসে ব্যাট করা গিল এর আগে ২৯ বারই ইনিংস শুরু করেছেন। টেস্ট কেরিয়ারে মাত্র একবারই নম্বর তিনে ব্যাটিং করেছেন এই ব্যাটসম্যান। তবে ঘরোয়া ক্রিকেটে তিনে খেলার অভিজ্ঞতার কারণে তিন নম্বরে খেলার ইচ্ছা প্রকাশ করেন গিল।

আজ, বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের দল নিয়ে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ‘শুভমান গিল তিন নম্বরে ব্যাটিং করবেন, কারণ তিনি নিজে তিন নম্বরে খেলতে চান। গিল রাহুল (কোচ) ভাইকে বলেছে, সে তার কেরিয়ারের সব ক্রিকেটই খেলেছে তিন ও চার নম্বরে।আমরা আশা করছি তিন নম্বরে গিল দলের জন্য ভালো কিছু করতে পারবে।’

এরই পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হতে যাচ্ছে যশস্বী জয়সওয়ালের। দুর্দান্ত এক আইপিএল কাটানো জয়সওয়ালের প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডও যথেষ্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ টেস্টে খেলে ৯ সেঞ্চুরিতে এই ওপেনারের গড় ৮০ এর বেশি।দীর্ঘদিন ধরেই ওপেনিংয়ে একজন বাঁহাতি খুঁজছে ভারত। রোহিতের আশা জয়সওয়াল পারফর্ম করে জায়গাটা পাকাপোক্ত করবে, ‘ভারতীয় ক্রিকেটে একজন বাঁহাতির প্রয়োজন ছিল। আমরা একজন ভালো ক্রিকেটার পেয়েছি। ওপেনিংয়ে আমরা ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনও পাচ্ছি। আশা করছি, এটা দীর্ঘদিনের জন্য হবে, যেহেতু আমরা একজন বাঁহাতির জন্য উন্মুখ ছিলাম। আশা করছি, সে ভালো করবে, জায়গাটা নিজের করে নেবে।’