শুকিয়ে গেলে পদ্ম। দিকে দিকে শুধুই জোড়াফুলের চাষ। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে সবুজ ঝড়। একাধিপত্য তৃণমূল কংগ্রেসের। এখানে পঞ্চায়েত সমিতির ৯টি আসনের মধ্যে সবকটি জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের ২৪টি আসনের ২৪ টিতেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। সবুজ ঝড়ে বিরোধী শূন্য জলপাইগুড়ি জেলা পরিষদ।
পাশাপাশি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত সবগুলিতেই তৃণমূল জয়ী হয়েছে। সব মিলিয়ে জেলায় সবুজ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গেরুয়া থেকে লাল।
মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছিল গণনা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে গণনা। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ জলপাইগুড়ি সদর ব্লকের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান সদর বিডিও তথা রিটার্নিং অফিসার।








































































































































