আজ বুধবার থেকে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। আর ওই ম্যাচে নতুন ওপেনিং জুটি দেখবেন ভারতীয় সমর্থকরা। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামতে চলেছেন ২১ বছর বয়সী যশস্বী জয়সোয়াল। জীবনের প্রথম টেস্ট ম্যাচে তরুণ ভারতীয় ব্যাটার জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে নজর ক্রিকেট মহলের।
আর এই আবহে নির্বাচকদের বাছাই প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দল থেকে বাদ যাওয়া তরুণ খেলোয়াড় হনুমা বিহারি। কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে নির্বাচকদের পক্ষ থেকে কেউ তাঁকে কিছু জানাননি বলে জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ২৯ বছর বয়সী তরুণ ক্রিকেটার দেশের হয়ে মোট ১৬টি টেস্ট খেলেছেন।
শেষ বারের মতো দলে ছিলেন গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। বার্মিংহামে মাঠেও নেমেছিলেন। ওই টেস্টের পরেই আচমকা দল থেকে বাদ গিয়েছিলেন মিডল অর্ডার ব্যাটার। কেন বাদ দেওয়া হল, তা জানেনই না বিহারি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হতাশার সুরে বলেছেন, ‘কেন বাদ গেলাম, সত্যিই জানিনা। কেন আচমকা বাদ দেওয়া হল, তা জানানোর প্রয়োজন বোধ করেননি কেউ। যাতে আমি নিজেকে শোধরাতে পারি। জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এতটা পথ এসেছি। ভারতীয় দল থেকে কেন বাদ গেলাম, আদৌ আর কোনও দিন ফিরব কিনা, তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। ঘরোয়া বা অন্য প্রতিযোগিতাগুলিতে খেলে যেতে চাই।’