দিনহাটায় বো.মা ফেটে জ.খম ১ কিশোর সহ দু’জন

0
1

এখনও গণনা শেষ হয়নি। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। এবার অবশ্য সংঘর্ষে নয়, বোমা ফেটে জখম হল এক কিশোর-সহ দু’জন।

আরও পড়ুন:সবে শুরু, নন্দীগ্রামে শুভেন্দুকে চোখে সর্ষেফুল দেখানোর হুঁশিয়ারি কুণালের
স্থানীয় সূত্রের খবর, গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। আঘাত লাগতেই সেটি ফেটে যায়। ঝলসে যান এক কিশোর। এক মহিলাও জখম হয়েছেন বলে খবর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে হাত উড়ে যায় এক ব্যক্তির।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা। ফলপ্রকাশের দিনও তা অব্যাহতই রইল।