হাসপাতালের বিছানায় বসেই পুরনো গানের স্মৃতিচারণা। চোখে ব্যান্ডেজ বেঁধে শিল্পী সৌমিত্র রায়ের (Soumitra Ray) গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। বেসরকারি একটি হাসপাতালে সদ্য চোখের ক্যাটারাক্ট অস্ত্রোপচার (Cataract surgery) হয়েছে শিল্পীর (Singer)। আর সেই অপরেশনের পরেই, একেবারে ওটিতে বসেই শিল্পী গেয়ে উঠলেন সেই বিখ্যাত নস্ট্যালজিয়ায় মোড়া গান..”কান্দে শুধু মন”। গানে গানেই কি কষ্ট থেকে আরাম পাওয়ার মোক্ষম ওষুধ লুকিয়ে আছে? চোখে ব্যান্ডেজ কিন্তু গলায় সেই দখিনা বাতাসের সুর, গলা মেলালেন হাসপাতালের চিকিৎসকেরাও।
অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে শিল্পীর গলায় সুরের জাদু আগেও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মহীনের ঘোড়াগুলি’-ব্যান্ডের অন্যতম সঙ্গীতশিল্পী বাপিদা রাইস টিউব লাগিয়ে মঞ্চে গান গেয়েছেন। যদিও এখন তিনি অন্য সুরলোকে। কিন্তু গান আজও রয়ে গেছে সবার মাঝে। ভূমি ব্যান্ডের সৌমিত্র খোশমেজাজে OT-তে গান করছেন দেখে একদিকে যেমন স্বস্তি পেয়েছেন অনুরাগীরা, তেমনই অনেকে বলছেন এইরকম চোখের অপারেশনের পরে গান গাওয়া উচিত নয়। শিল্পীর সঙ্গে হাসিমুখে গলা মিলিয়েছেন চিকিৎসক নার্সরাও।