ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া, রাহানের সাক্ষাৎকার নিলেন রোহিত

0
10

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। বুধবার প্রথম ম‍্যাচে নামবে ভারতীয় দল। তার আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া। অনুশীলনের ফাঁকে সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের সাক্ষাৎকার নিলেন অধিনায়ক রোহিত শর্মা। যেই সাক্ষাৎকারের ঝলক পোস্ট করে বিসিসিআই। যদিও বৃষ্টির কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় সাক্ষাৎকার।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করে তাতে দেখা যাচ্ছে, রোহিত রাহানেকে প্রথম প্রশ্ন করেন,”ওয়েস্ট ইন্ডিজে অনেক বার খেলেছ তুমি। রানও করেছ। সেই মাঠে তরুণদের জন্য তোমার কী উপদেশ থাকবে? এর উত্তরে রাহানে বলেন, নতুনদের বলব এখানে ব্যাট করে রান করতে হলে ধৈর্য ধরতে হবে।”

এরপরই রোহিত রাহানেকে জিজ্ঞেস করেন,”এখানে আসা মানেই একটা অন্যরকম আনন্দ, ফূর্তি। ক্রিকেটে মন দেওয়া কঠিন হয়ে যায়। সেটা কীভাবে সামালাতে হবে? আমার তো মনে হয়, খেলার বাইরে যা কিছু, সেগুলো খেলা শেষ হওয়ার পর, মানে বিকেল পাঁচটার পর করা উচিত। এর জবাবে রাহানে রোহিতকে বলেন, প্রতিটা দেশের একটা নিজস্বতা আছে। সেটার মতো করে নিজেকে মানিয়ে নিতে হয়। খেলার সময় অন্য দিকে নজর দেওয়া একেবারেই উচিত নয়।” আর দুই প্রশ্নের পরই বৃষ্টি এসে যায়। দৌড়ে মাঠ ছাড়েন রোহিত, রাহানেরা।

আরও পড়ুন:প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, একই গ্রুপে ইস্ট-মোহন