লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাচ্ছেন মোদি! মহা নাটকের পর একই মঞ্চে শরদ–অজিতও  

0
3

লোকমান্য তিলক জাতীয় পুরস্কার (Lokmanya Tilak National Award) পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, আগামী ১ অগাস্ট পুণেতে (Pune) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar), মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকেও (Ajit Pawar)। আগামী অগাস্ট মাসের ১ তারিখে অর্থাৎ লোকমান্য তিলকের ১০৩তম প্রয়াণবার্ষিকীতে মহারাষ্ট্রের পুণেতে বিশেষ এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। তবে সদ্য শরদ পাওয়ারের এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। আর সেকারণেই রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই অনুষ্ঠান। তবে শুধু শরদ বা অজিতই নন, অনুষ্ঠানে হাজির থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। থাকবেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইসও। আর এই হাইভোল্টেজ জমায়েত নিয়েই চর্চা তুঙ্গে।

কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ অভিযানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটেছে বলেই দাবি তিলক স্মারক মন্দির ট্রাস্টের প্রধান দীপক তিলকের। বিশ্ব মানচিত্রে ভারতকে উজ্জ্বলভাবে তুলে ধরতে সফল কেন্দ্র। আর সেই কারণেই মোদিকে এই সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে। আর সেই পুরস্কার মঞ্চে একসঙ্গে থাকতে পারেন মোদি–পাওয়ার–অজিত। সদ্য শরদ পাওয়ারের এনসিপিতে (NCP) ভাঙন ধরিয়ে এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। তাই এই অনুষ্ঠান রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সম্প্রতি দুর্নীতি ইস্যুতে মোদিকে একহাত নিয়ে এনডিএতে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত। আর তারপরই মোদির প্রশংসায় পঞ্চমুখ অজিত। এমন পরিস্থিতিতে পয়লা অগাস্ট গোটা দেশের নজর থাকবে পুণের অনুষ্ঠানের দিকেই।

এদিকে সোমবার আয়োজকদের তরফে সাফ জানানো হয়েছে, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শরদ পাওয়ারকে। পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস, রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও।