পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতার

0
2

বিরোধীদের একের পর এক অপচেষ্টাকে ব্যর্থ করে পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষই আস্থা রেখেছে রাজ্যবাসী। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছে ততই দেখা যাচ্ছে গ্রাম বাংলা রাস্তা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তৃণমূলের প্রতি মানুষের ভরসা ও আশীর্বাদ মাথায় নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিলেন তিনি।

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়া ফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয় তৃণমূল কংগ্রেসই আসীন।”

এর পাশাপাশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আরও লেখেন, “জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। জনসাধারণের উন্নতিকল্পে আমি তথা আমাদের দলের প্রতিটি সদস্য সদা নিবেদিত প্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতি লক্ষ্যে কাজ করে যাব। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ।”