আজ গ্রাম বাংলার রায়। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ। জোর কদমে চলছে গণনার প্রস্তুতি। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ব্যালট বক্স খোলার কাজ। বেলা যত গড়াবে, তত একের পর এক ফলাফল বেরিয়ে আসবে। তবে গণনার আগেই ধুন্ধুমার কোচবিহারের দিনহাটায়। স্ট্রং রুমে জোর করে ঢোকাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ।
আরও পড়ুন:ভোট গণনার দিন ঝেঁপে বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
তৃণমূলের অভিযোগ, দিনহাটা হাইস্কুল ব্লক-১। সেখানে বিজেপির স্থানীয় এক নেতা অজয় রায়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমে ঢুকে গিয়েছে। ব্যালট বক্স তছনছ করে ব্যালট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূলের প্রথমসারির নেতারা। এরপর কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
উদয়ন গুহ বলেন, ”বিডিও’র সঙ্গে কথা বলছি। বিডিও বেআইনি কাজ করেছে। নিরাপত্তারক্ষীরা বেআইনি কাজ করেছে। একজনকে কে ঢুকতে দিল! স্ট্রং রুমে একটি মাছি ঢোকারও পারমিশন নেই।”