অবিশ্বাস্য! অফিসে ঢুকে এমডি-সিইওকে খু.ন প্রাক্তন কর্মীর

0
1

অবিশ্বাস্য ঘটনা বেঙ্গালুরুতে। এয়ারোনিক্স ইন্টারনেট নামে সংস্থার এক প্রাক্তন কর্মী অফিসে ঢুকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওকে। এই খুনের কথা জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশের ডিসিপি নর্থ ইস্ট লক্ষ্মীপ্রসাদ। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার ডিসিপি জানিয়েছেন, টিকটক স্টার জোকার ফেলিক্স নামে এক যুবক এই খুন করেছে। ওই যুবক এয়ারোনিক্স ইন্টারনেট সংস্থার প্রাক্তন কর্মী। তাই সে যখন ওই সংস্থার অফিসে ঢোকে কেউই তাকে বাধা দেয়নি। এরপরই ফেলিক্স তরোয়াল বের করে সংস্থার এমডি ফণীন্দ্র সুব্রহ্মণ্য ও সিইও বিনু কুমারকে কোপায়। সঙ্গে সঙ্গেই গুরুতর জখম ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, ফেলিক্স নিজেও এয়ারোনিক্স কোম্পানির মতো একটি সংস্থা খুলেছে। তার ব্যবসায় যারা বাধা দিচ্ছে বা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে তাদেরই খুন করছে ফেলিক্স।

আরও পড়ুন- Panchayat Election 2023: দাঁড়াতে পারল না ISF, ভাঙড়ে বিপুল জয় পেল তৃণমূল