Breakfast Sports ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) ঘোষণা হয়ে গেল ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম। মোট ৫টি ম্যাচ আয়োজিত হবে ইডেনে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল ম্যাচ।

২) রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর।দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অনেক প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ভারতের মাটিতে খেলা একরকম, আর বিদেশে খেলা আর একরকম।

৩) মেসির ছবি আঁকছেন বেকহ‍্যাম। লিওকে স্বাগত জানাতে তৈরি মায়ামি। বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে শিল্পীরা ক্রেনে চড়ে মেসির বিশালাকার হাসি মুখের ছবির দাঁতের অংশ রং করছেন।

৪) রোনাল্ডো-মেসির থেকেও আমি এগিয়ে’, বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল বলেন, যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টা উঠে আসে তখন আমি ওদের চেয়েও অনেক এগিয়ে।

৫) চমক ইস্টবেঙ্গ এফসির। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক প্রভসুখন গিলকে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে প্রভসুখন একা নন, তাঁর সঙ্গে আসছেন তাঁর দাদা গুরসিমরত সিং গিলও।যদিও সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম, চলুন দেখে নেওয়া যাক কোন ম্যাচের টিকিটের কত দাম